পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ, পুলিশের লাঠিচার্জে ২০ জন আহতের অভিযোগ

|

পিরোজপুর প্রতিনিধি :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পিরোজপুর জেলা বিএনপি। সমাবেশে যোগদানকালে পুলিশের লাঠিচার্জে ২০ জন নেতা-কর্মী আহত হওয়ার অভিযোগ করেছে বিএনপি।

বুধবার (২ মার্চ) বেলা সাড়ে ৩টায় পিরোজপুর শহরের পুরাতন জেলখানার সামনে জেলা বিএনপি’র অফিস চত্বরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেলসহ
যুব দল, ছাত্রদল,মহিলা দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন: নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিলে আ’লীগের বাধা

এর আগে অনুষ্ঠানে যোগদানকালে শহরের বিভিন্ন স্পটে বিএনপি ও এর অংগ সহযোগী সংগঠনের ২০ নেতা-কর্মী পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে বলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply