রূপগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের সাথে ছাত্রদলের সংঘর্ষ, আহত ২০

|


রূপগঞ্জ প্রতিনিধি:

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচিতে যাওয়ার পথে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের সাথে ছাত্রলীগ ও যুবদলের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ নেতা-কর্মী আহত হয়েছে। দুপুর ২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভার এলাকায় থেমে চলে এই সংঘর্ষ। এসময় বেশ কিছু যানবাহনও ভাংচুরের ঘটনা ঘটে। 

বিএনপি নেতাদের দাবি, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ভুলতা এলাকা থেকে ছাত্রদলের একটি গ্রুপ নারায়ণগঞ্জ শহরে কর্মসূচিতে যাওয়ার পথে ভুলতা এলাকায় তাদের বাধা দেয় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে দুইপক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় একপক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

আরও পড়ুন: নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিলে আ’লীগের বাধা

সংঘর্ষে ভুলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ, গোলাকান্দাইল ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন, যুবলীগ নেতা বাবু, রিপন ও হৃদয়সহ ১১ জন আহত হয়। অপরদিকে, সংঘর্ষে ছাত্রদলের নেতা মাসুদুর রহমান, মেহেদী, ইয়াছিন, মাছুম, শাহদাত, সাগর, রমজানসহ আহত হয় আরও ৯ জন। 

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply