জেলেনস্কিকে হত্যা চেষ্টার অভিযোগ চেচেন যোদ্ধাদের বিরুদ্ধে

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার মিশন ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা। আজ বুধবার (২ মার্চ) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৬ ফেব্রুয়ারি) কিয়েভ অভিমুখে অভিযান চালায় চেচেন স্পেশাল ফোর্স। কাদিরোভিটস নামের ওই বিশেষ বাহিনীর মিশন ছিল ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যা করা। তবে কিয়েভে পৌঁছানোর আগেই মিশনে থাকা সদস্যদের বিরুদ্ধে অভিযান চালায় ইউক্রেনের সেনাবাহিনী। এতে মারা যায় চেচেন স্পেশাল ফোর্সের সদস্যরা।

ইউক্রেন প্রেসিডেন্টকে হত্যার মিশনে অংশ নেয়াদের মধ্যে রুশ গোয়েন্দা সংস্থার সদস্যরাও ছিল বলে জানা যায় প্রতিবেদনে।

এদিকে, রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে বুধবার (২ মার্চ) দ্বিতীয় দিনের মতো দু’দেশের মধ্যে বৈঠক হওয়ার কথা থাকলেও তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রাশিয়া আলোচনায় বসার কথা জানালেও প্রতিনিধি হিসেবে কারা অংশ নিবে তা নিশ্চিত করেনি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply