কালুখালীতে ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

|

ছবি: সংগৃহীত

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালীতে করোনার টিকা নিতে এসে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নকশিকাঁথা ট্রেনে কাটা পড়ে আলহাজ্ব মন্ডল (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে কালুখালী উপজেলার কালিকাপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আলহাজ্ব মন্ডল পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুচিদাহ এলাকার রেজাউল মন্ডলের ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, স্কুলছাত্র আলহাজ্ব সকালে করোনার টিকা নিতে পাংশায় আসে। সেখান থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে কালুখালী উপজেলার কালিকাপুর ব্রিজ এলাকায় আসে। সে সময় খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী নকশিকাঁথা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ছাত্রের মৃত্যু হয়।

কালুখালী স্টেশন মাস্টার নাজমুল হক জানান, কয়েক বন্ধু মিলে ঘুরতে এসেছিল কালুখালী রেল ব্রিজ এলাকায়। সেখানে গোয়ালন্দ ঘাটগামী নকশিকাঁথা ট্রেনে কাটা পড়ে এক ছাত্র নিহত হয়। ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত সে রেল রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply