দায়িত্ব ছাড়ার পর এবার ইংলিশ ক্লাব চেলসিকে বিক্রি করে দিতে চান ক্লাবটির রাশিয়ান মালিক রোমান আব্রাহামোভিচ। এরইমধ্যে ক্লাবটি কেনার প্রস্তাব দিয়েছেন সুইস বিলিয়নিয়ার হ্যান্সজর্গ উইসকে।
মূলত ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আব্রাহামোভিচ চেলসিকে নিয়ে বেশ চাপের মুখে আছেন। যেকোনো মুহূর্তে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে আসতে পারে নিষেধাজ্ঞা।
তবে চেলসির ২ বিলিয়ন ঋণ নিয়ে শঙ্কায় পড়েছেন সুইস বিলিয়নিয়ার উইস। এছাড়া ক্লাবটির নেই কোনো নিজস্ব অর্থ। যার মানে চেলসিকে কিনতে হলে আব্রাহামোভিচকে ক্ষতিপূরণ দিয়ে কিনতে হবে ক্লাবটি।
আরও পড়ুন: এবার রুশ হামলায় দুই ইউক্রেনীয় ফুটবলারের মৃত্যু
২০০৩ সালের জুলাই মাসে ১ কোটি ৪০ লাখ পাউন্ডে চেলসির মালিকানা কিনে নেন রাশিয়ান ধনকুবের আব্রাহামোভিচ। হইচই পড়ে যায় প্রিমিয়ার লিগে। এর পরপরই মধ্যমসারির দল থেকে বিশ্বের অন্যতম সেরা ক্লাবে পরিণত হয় চেলসি। বিগত বছরগুলোতে সমানতালে পাল্লা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের বিপক্ষে। জিতেছে ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠ আসর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও।
তার আমলে চেলসির হয়ে খেলেছেন বালাক, ডেকো, ম্যাককেলে, ল্যাম্পার্ড, চেক, দ্রগবা, আনেলকা, তোরেসের মতো খেলোয়াড়রা।
জেডআই/
Leave a reply