প্রায় ৫শ’ সেনা নিহতের দাবি রাশিয়ার

|

ছবি: সংগৃহীত

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে প্রথমবারের মতো সেনাদের হতাহতের সংখ্যা প্রকাশ করলো রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত তাদের ৪৯৮ জন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ১ হাজার ৫৯৭ জন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের দাবির সাথে রাশিয়ার প্রকাশ করা সেনা হতাহতের সংখ্যার মিল নেই। ইউক্রেন দাবি করেছে তারা রাশিয়ার ৫ হাজার ৮৪০ জন সেনাকে হত্যা করেছে। এদিকে রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের দুই হাজার ৮৭০ জন সেনা নিহত হয়েছে। আহত ৩৭শ’।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলমান সংঘর্ষে রাশিয়ার অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: খেরসন এখনও আমাদের দখলে, দাবি ইউক্রেনের

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টেলিভিশনে দেয়া ভাষণে ঘোষণা দেন, তিনি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ অনুমোদন দিয়েছেন। এরপর ভোর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বড় বড় বিস্ফোরণ ঘটতে থাকে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply