এফএ কাপে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে চেলসি, লিভারপুলেরও চতুর্থ রাউন্ড নিশ্চিত

|

ম্যাচের ৬৮ মিনিটে সমতাসূচক গোলটি করেন চেলসির ফরোয়ার্ড টিমো ওয়ার্নার। ছবি: সংগৃহীত।

ইংলিশ এফএ কাপের পঞ্চম রাউন্ডে পিছিয়ে পড়েও লুটন টাউনের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে চেলসি। আর দিনের আরেক খেলায় নরউইচ সিটিকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল।

ঘরের মাঠে খেলার শুরু থেকেই চেলসিকে চাপে রাখে লুটন টাউন। প্রথমার্ধ্বের ২ মিনিটেই রিস বুর্কের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ২৭ মিনিটে চেলসিকে সমতায় ফেরান সল নিগুয়েজ। বিরতিতে যাওয়ার আগে কার্লোস গোমেজের থ্রু থেকে লুটন টাউনের স্কোরলাইন ২-১ করেন করনিক। প্রথমার্ধ্ব পিছিয়ে থেকেই শেষ করতে হয়েছে ব্লুজদের।

বিরতির পর দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। ৬৮ মিনিটে লফটাসের অ্যাসিস্ট থেকে চেলসিকে ২-২ গোলের সমতায় ফেরান টিমো ওয়ের্নার। এর ১০ মিনিট পর লুকাকুর চোখ ধাঁধানো ফিনিশিংয়ে এগিয়ে যায় সফরকারীরা। আর তাতে জয়ের আশা জাগিয়েও পিছিয়ে পড়ে লুটন টাউন। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় দ্য হ্যাটার্সদের।

এদিকে এফএ কাপের আরেক খেলায় নরউইচ সিটির বিপক্ষে জাপানি ফরোয়ার্ড টাকুমি মিনামিনোর জোড়া গোলে জয় নিশ্চিত হয় লিভারপুলের। আর নরউইচ সিটির হয়ে একমাত্র গোলটি করেন লুকাস রাপ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply