বিশ্বে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ছাড়ালো ৪৪ কোটি। এছাড়া মোট প্রাণহানি ৫৯ লাখ ৯৩ হাজারের বেশি।
গেল ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া বুধবার কোভিড নাইনটিন শনাক্ত হয়েছে প্রায় ১৬ লাখের কাছাকাছি। দিনে সর্বোচ্চ ২ লাখ ১৯ হাজার রোগী শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। তবে দেশটিতে প্রাণহানি হয়েছে মাত্র ৯৬ জনের।
এদিন সর্বোচ্চ ১৭’ বেশি মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৫০ হাজারের বেশি। আর দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ২ লাখ করোনা রোগী চিহ্নিত হয়েছে জার্মানিতে।
এছাড়া দৈনিক হিসেবে আরও ৮শ’ মানুষের মৃত্যু হয়েছে রাশিয়ায়। দিনে ২ থেকে ৩ শতাধিক মৃত্যু দেখেছে, ব্রাজিল, ইরান, পোল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মেক্সিকো।
ইউএইচ/
Leave a reply