প্রদ্যুৎ কুমার সরকার
মাদারীপুরের রাজৈরে ঘূর্ণিঝড়ে ১০ টি গ্রাম আক্রান্ত হয়েছে। ঝড়ে শতাধিক ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে। শতাধিক গাছ উপড়ে ও ভেঙ্গে পড়ে বৈদ্যুতিক খুটি ভেঙ্গে পড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে । অপরদিকে ঝড়ে জেলার কালকিনি উপজেলার ডাসার থানার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্রাবাসের টিনের চালসহ বিভিন্ন এলাকার বেশ কিছু ঘর-বাড়ি আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ মঙ্গলবার বিকেল থেকে সন্ধা পর্যন্ত জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী, ফুলবাড়ী, মৃধাবাড়ী, নটাখোলা, পুকুরিয়া দিঘীরপাড়,হিজলবাড়ী, গোলাবাড়ী,আমগ্রামসহ অন্তত ১০ গ্রামের শতাধিক কাঁচা ঘরবাড়ি আক্রান্ত হয়েছে। মাঠের বোরো ধানের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। শতাধিক গাছ উপড়ে পড়ে বৈদ্যুতিক খুটি ভেঙ্গে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। উঠতি পাকা ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অপরদিকে ঝড়ে জেলার কালকিনি উপজেলার ডাসার থানার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্রাবাসের টিনের চাল উড়ে যাওয়াসহ বিভিন্ন এলাকার বেশ কিছু ঘর-বাড়ি আক্রান্ত হয়েছে ।
Leave a reply