রাশিয়ার ৬০০ মিলিয়ন ডলারের প্রমোদতরি জব্দ করল জার্মানি

|

ছবি: সংগৃহীত

রাশিয়ার বিলাসবহুল একটি প্রমোদতরি জব্দ করেছে জার্মানি। প্রমোদতরিটির মূল্য ৬০০ মিলিয়ন ডলার। রুশ বিলিয়নেয়ার আলিশার উসমানভ প্রমোদতরিটির মালিক। ৫১২ ফুট দৈর্ঘ্যের প্রমোদতরিটির নাম দিলবার। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, হামবার্গে এটি জব্দ করা হয়েছে।

রাশিয়া সরকারের অন্তত ২৫ জন বিশিষ্ট রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তাদের মধ্যে অন্যতম উসমানভ। ইউক্রেন আক্রমণের ঘটনায় রাশিয়াকে তিরস্কারের পক্ষে বুধবার (২ মার্চ) জাতিসংঘের সাধারণ পরিষদ ভোট দিয়েছে। মস্কোকে লড়াই থামানোর দাবি জানানো হয়েছে এবং সামরিক বাহিনী সরিয়ে নিতে বলা হয়েছে।

ভোটে ইউক্রেনে আক্রমণের ঘটনায় রাশিয়ার তীব্র নিন্দা করা হয়েছে। এ ব্যাপারে একটি প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে অনুমোদন পেয়েছে।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টেলিভিশনে দেয়া ভাষণে ঘোষণা দেন, তিনি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ অনুমোদন দিয়েছেন। এরপর ভোর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বড় বড় বিস্ফোরণ ঘটতে থাকে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply