সীমিত ওভারের ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার ৯ম অবস্থানে উঠে এসেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২ উইকেট পেয়ে সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরাদের তালিকায় চলে এলেন সাকিব।
২৬.৫৩ গড়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩১৩ ম্যাচে ৪০১ উইকেট নিয়ে এলিট ক্লাবে ঢুকে গিয়েছেন সাকিব আল হাসান। ৩৬২ ম্যাচে ৫৪৭ উইকেট নিয়ে সবার উপরের নামটা শ্রীলঙ্কান স্পিন জাদুকর মুত্তিয়াহ মুরালিধরনের। ৩৫৬ ম্যাচে ৫০২ উইকেট নিয়ে এরপরেই আছেন কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।
টপকে যাওয়ার জন্য সাকিবের উপরে থাকা নামগুলোর সবাই ছেড়েছেন ক্রিকেট। ওয়াকার ইউনিস ৪১৬, শন পোলক ৪০৮, ব্রেট লী ৪০৮ ও চামিন্দা ভাস ৪০৬ উইকেট নিয়ে আছেন সাকিবের ধরাছোঁয়ার মধ্যেই।
আরও পড়ুন: পাওয়ার প্লেতে ব্যাটারের সাথে চ্যালেঞ্জ নিই আমি: নাসুম
Leave a reply