র‍্যাঙ্কিংয়ে উন্নতির সামনে টাইগাররা, নামতে পারে আফগানিস্তান

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ৬১ রানের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আর এতেই আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১ ধাপ উন্নতির সামনে চলে গেল মাহমুদউল্লাহর দল। অন্যদিকে মোহাম্মদ নবির দলের সামনে চোখ রাঙাচ্ছে অবনতির শঙ্কা।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি জেতার আগেই বাংলাদেশ আইসিসির র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে উঠে এসেছে। আর আফগানরা যদি হারে, তবে তারা ৯ নম্বর থেকে নেমে যেবে ১০ নম্বরে।

২৩৫ রেটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে ৭ নম্বরে। ২৩২ রেটিং নিয়ে তার পরের অবস্থানেই আছে বাংলাদেশ। আর টাইগারদের চেয়ে ২ রেটিং কম থাকা আফগানিস্তানের অবস্থান ৯ নম্বরে।

আরও পড়ুন: সাদা বলের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সাকিব


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply