রুশ নিয়ন্ত্রিত খেরসনে কারফিউ; নেই পর্যাপ্ত খাবার ও আলো

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর খেরসন নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে হামলা শুরুর পর প্রথম বড় কোনো শহর হিসেবে রুশ বাহিনীর দখলে গেল খেরসন। শহরটিতে জারি করা হয়েছে কারফিউ। খেরসনের রাস্তায় নেই আলো, অধিবাসীদের জন্য নেই পর্যাপ্ত খাবার। খবর বিবিসির।

সভেতা জারিনা নামের এক অধিবাসী জানান, খেরসনে রুশ হামলার শুরুর সময় থেকেই তিনি তার দাদীর সাথে থাকছেন। তিনি বলেন, পরিস্থিতি খুবই খারাপ। শহরের সর্বত্রই রুশ সেনারা টহল দিচ্ছে। শহরে যে বিধিনিষেধ রয়েছে সেসব মেনে চলাও খুব কঠিন। সন্ধ্যার পর ঘর থেকে বের তো হতেই পারবো না, সেই সাথে ঘরে বাতি জ্বালানোও মানা। শহরে ওষুধ এবং খাবার- এই দুটোরই এখন অভাব।

আরও পড়ুন: কেউ আমাদের বাঁচাতে আসবে না, খারকিভে বোমা বর্ষণে ভারতীয় ছাত্র

ইউক্রেনের শহর খেরসন দখলের দাবি করেছে রাশিয়া। তারা দাবি করে, হামলার সপ্তম দিনে এসে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ শহর তারা দখল করেছে। কিন্তু রাশিয়ার এই দাবি মিথ্যা ও গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন ইউক্রেনের রাষ্ট্রপতির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ।

আরও পড়ুন: থমকে আছে কিয়েভের অভিমুখে ৪০ মাইল দীর্ঘ সেই রুশ সেনাবহর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply