মার্চের মাঝামাঝি মাধ্যমিকের ক্লাস পুরোদমে শুরু: শিক্ষামন্ত্রী

|

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।

চলতি মাসের মাঝামাঝি মাধ্যমিকের ক্লাস পুরোদমে শুরু করা যাবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (৪ মার্চ) সকালে রাজধানীর বনানী ক্লাবে ‘স্টাডি ইন ইন্ডিয়া’ শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হয়েছিল। তাই এবারের মেডিকেলের ভর্তি পরীক্ষার সিলেবাসও পুনর্বিন্যাস করা উচিত। এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে বলেও জানান দীপু মনি। তারা বিষয়টি খতিয়ে দেখবে বলে শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন, তাও উল্লেখ করেন তিনি।

ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ভারত ও বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধিতে দুই দেশের বন্ধন আরও দৃঢ় হবে।

তিনি আরও বলেন, আমরা চাই পুরো অঞ্চল শিক্ষাসহ সার্বিকভাবে এগিয়ে যাক। দক্ষিণ এশিয়ার দারিদ্র্যসহ যত সমস্যা আছে, সব সমস্যা সমাধানে শিক্ষার্থীরা এগিয়ে আসুক। শিক্ষা অর্জন শেষে নিজ দেশ ও দক্ষিণ এশিয়ার উন্নয়নে মেধা কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান দীপু মনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply