চলমান রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে হতাহতের খবর বেড়েই চলেছে। একের পর এক ধ্বংস ও হতাহতের খবর এসেই চলেছে। এর মধ্যে ইউক্রেনে স্কুল ও আবাসিক ভবনে হামলা চালিয়েছে রুশ সেনারা। এই ঘটনায় ৩৩ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী কিয়েভ থেকে ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত চেরনিহিভ শহরে বৃহস্পতিবার (৩ মার্চ) রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে।
ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর পর গত এক সপ্তাহেই এই দেশটির একাধিক শহর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সামরিক অবকাঠামোর বাইরে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে আবাসিক ভবন, স্কুল ও হাসপাতাল। এরইমধ্যে জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ১০ লাখেরও বেশি ইউক্রেনীয়।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টেলিভিশনে দেয়া ভাষণে ঘোষণা দেন, তিনি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ অনুমোদন দিয়েছেন। এরপর ভোর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বড় বড় বিস্ফোরণ ঘটতে থাকে।
/এনএএস
Leave a reply