অমর একুশে গ্রন্থমেলার বর্ধিত সময়ের চতুর্থ দিন আজ। সরকারি ছুটির দিন হওয়ায় শুক্রবার (৪ মার্চ) সকাল ১১টা থেকে শুরু হয়েছে বইমেলা। চলবে রাত ৯টা পর্যন্ত।
এদিকে সাপ্তাহিক ছুটির দিনে সিসিমপুরের আয়োজনে সকাল ১১টা থেকে শুরু হয়েছে শিশু প্রহর। চলবে বেলা দুইটা পর্যন্ত। অভিভাবকদের সঙ্গে সকাল সকাল বইমেলায় হাজির হয় শিশু-কিশোরেরা।
শিশু প্রহরে সিসিমপুরের টুকটুকি, হালুম, ইকড়ি ও শিকুসহ প্রিয় চরিত্রদের পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছে শিশু-কিশোরেরা। পাশাপাশি বাবা-মায়ের সঙ্গে মেলা ঘুরে পছন্দের কার্টুন, ছবি ও গল্পের বইও কিনেছে তারা। শিশুদের আনন্দ-উচ্ছ্বাস দেখে অভিভাবকেরাও হারিয়ে যাচ্ছেন নিজেদের শৈশবে।
/এমএন
Leave a reply