আমি কামড়াবো না, আমার সাথে মুখোমুখি বৈঠকে বসুন; পুতিনকে জেলেনস্কি

|

ছবি: সংগৃহীত

চলমান ইউক্রেন-রাশিয়া সংঘর্ষে ইউক্রেনে হামলা বন্ধ করতে এবং সরাসরি বৈঠকে বসতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৩ মার্চ) ইউক্রেনের রাজধানীতে তার অফিসে বসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, আমি কামড়ে দিবো না। আমার সাথে সরাসরি বৈঠক করতে পারেন আপনি।

এসময় জেলেনস্কি পশ্চিমাদের সতর্ক করে বলেন, পুতিনের সামরিক অভিযান সফল হলে রাশিয়া বাকি ইউরোপে অগ্রসর হতে পারে। পুতিনের সাথে কথা বলতে চাই, বিষয়টি এমন নয়। আমার পুতিনের সাথে কথা বলা দরকার। বিশ্বকে পুতিনের সাথে কথা বলা দরকার। এছাড়া যুদ্ধ বন্ধের আর কোনো উপায় নেই।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply