দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে চলছে আগাম ভোটগ্রহণ

|

আগামী সপ্তাহের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে আগাম ভোটগ্রহণ। ইকোনমিস্টের প্রতিবেদন বলছে, শুক্রবার (৪ মার্চ) সকাল থেকেই শুরু হয়েছে এ কার্যক্রম।

শুক্র ও শনিবার এই দুই দিন আগাম ভোট প্রদান করতে পারবেন ভোটাররা। দেশজুড়ে ৩ হাজার ৫৫২টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।

দেশটিতে করোনা রোগীদের ভোট দেয়ার জন্য রয়েছে বিশেষ সুবিধা। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমন রোগীদের জন্য শনিবার চালু হবে ১০টি ভোট কেন্দ্র। এছাড়া বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন এমন করোনা রোগীদের জন্য শনিবার বিকালে ১ ঘণ্টা উন্মুক্ত হবে পোলিং সেন্টার।

প্রসঙ্গত, আগামী বুধবার (৮ মার্চ)দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply