সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:
নাটোরের লালপুরে জুয়েল আলী নামে ত্রিশ বছর বয়সী এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৪ মার্চ) সকাল আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত জুয়েল উপজেলার দিলালপুর এলাকার সাকেম আলীর ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় জুয়েল আলীকে এলোপাথাড়ি কুপিয়ে এবং হাত পায়ের রগ কেটে আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে বাড়িরে পাশের একটি ফসলের মাঠে ফেলে রেখে চলে যায় তারা। শুক্রবার ভোরে খেজুরের রস সংগ্রহ করতে গিয়ে গাছিরা জুয়েলকে আহত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজি। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইউএইচ/
Leave a reply