পাকিস্তানের ১ উইকেটের বেশি ফেলতে পারলো না অস্ট্রেলিয়ার ৮ বোলার

|

ছবি: সংগৃহীত।

পাকিস্তানের মাটিতে দীর্ঘ ২৪ বছর পর সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে দারুণ শুরু করেছে পাকিস্তান। মাত্র ১ উইকেট হারিয়ে দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ২৪৫ রান।

রাওয়ালপিণ্ডির ব্যাটিং উইকেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দুই তরুণ ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল হক ধীরে-সুস্থে শুরু করেন পাকিস্তানের ইনিংস। প্রথম ঘণ্টায় স্কোর বোর্ডে আসে মাত্র ৩২ রান। কিন্তু সময়ের সাথে সাথে স্বাচ্ছন্দ্যে খেলতে থাকেন দুই ওপেনার। বিশেষ করে, প্যাট কামিন্সের বলে খুব বেশি বেগ পেতে দেখা যায়নি শফিক ও ইমামকে। দলীয় ১০৫ রানে প্রথম উইকেট হারায় দলটি। নাথান লায়নের বলে ৪৪ রান করে ফিরে যান শফিক।

তিনে নেমে ইমাম-উল-হককে দারুণ সঙ্গ দিতে থাকেন আজহার আলী। ১৪০ রানের অপরাজিত জুটি গড়ে দিন শেষ করেন এই দুই ব্যাটার। ১৩২ রানে অপরাজিত আছেন ইমাম আর ৬৫ রানে অপরাজিত আজহার।

এদিন পাকিস্তানের বিপক্ষে বল করেন অস্ট্রেলিয়ার আট বোলার। এর মধ্যে লায়ন উইকেট পেলেও পাক ব্যাটারদের জন্য তেমন আতঙ্কের কারণ হয়ে উঠতে পারেননি মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, ক্যামেরন গ্রিনরা। ব্রেকথ্রু এনে দিতে পারেননি পার্টটাইম বোলার স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন ও ট্রাভিস হেডরাও।

এদিকে, দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানে সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। ১৯৯৮ সালে সবশেষ মার্ক টেইলরের নেতৃত্বে পাকিস্তান সফরে এসেছিলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। নিরাপত্তাজনিত শঙ্কায় এরপর আর হয়ে ওঠেনি পাকিস্তান সফর।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply