রাজধানীর রামপুরায় ভেজাল মদ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ভেজাল মদ ও মদ তৈরির উপকরণসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) সকালে সংস্থাটির উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান এক সংবাদ সম্মেলনে জানান, স্পিরিট, বিষাক্ত রং, ইথানল ও বিভিন্ন ফ্লেভার দিয়ে তৈরি হতো এই মদ, যা মানবদেহের জন্য ক্ষতিকর।
বিদেশি ব্র্যান্ডের মোড়কে এসব ভেজাল মদ বিভিন্ন স্থানে বিক্রি করা হতো বলেও জানায় র্যাব। এর আগে বুধ ও বৃহস্পতিবার পৃথক অভিযানে খিলক্ষেত এবং ধানমন্ডি থেকে আইস-ইয়াবাসহ ৬ জনকে আটক করা হয়।
/এডব্লিউ
Leave a reply