বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড

|

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন দক্ষিণ আফ্রিকান সাবেক পেস বোলার অ‍্যালান ডোনাল্ডকে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সাথে চুক্তি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

আগামী ১২ মার্চ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। সেখানেই বাংলাদেশের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে ডোনাল্ডের।

নিজের ক্যারিয়ারে ৭২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলেছেন ডোনাল্ড। টেস্টে ডোনাল্ডের উইকেট ৩৩০টি। আর ওয়ানডেতে শিকার করেছেন ২৭২টি। ছিলেন আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বোলারও।

খেলা ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে খ্যাতি কুড়ালেও ক্যারিয়ার কোচিংয়েই গেড়েছেন ডোনাল্ড। কাজ করেছেন ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড জাতীয় দলের সঙ্গে।

ওটিস গিবসন দায়িত্ব ছাড়ার পর ফাঁকাই ছিল বাংলাদেশের পেস বোলিং কোচের পদটি। এবার সেই ফাঁকা স্থানই পূরণ করলেন ডোনাল্ড। যদিও সম্ভাব্য ৩-৪ জনের তালিকায় তার নাম প্রথমে ছিল না।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply