চলমান ইউক্রেন-রাশিয়া সংঘর্ষে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সাথে যুদ্ধে অংশ নেবে না বেলারুশ। শুক্রবার (৪ মার্চ) এক বিবৃতিতে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো এই কথা জানান। তিনি বলেন, তার দেশের সৈন্যরা ইউক্রেনে যুদ্ধে অংশ নিচ্ছে না। ভবিষ্যতেও তারা হামলায় অংশ নেবে না।
মেট্রো নিউজের প্রতিবেদনে বলা হয়, এই বিষয়ে পুতিনের সাথে লুকাশেঙ্কোর ফোনে কথা হয়েছে। এর আগে বেলারুশের ভূমি ব্যবহার করে ইউক্রেনে হামলা চালায় রুশ সামরিক বাহিনী। একইসাথে বেলারুশ থেকে ইউক্রেনে মিসাইল হামলা চালানোর অভিযোগ করে কিয়েভ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।
/এনএএস
Leave a reply