সরকারি ও বেসরকারি পর্যায়ে দেশে আরও মানসম্মত হাসপাতাল স্থাপন করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানের নামে ব্যবসা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালের মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। দেশের মানুষ যেন চিকিৎসা নিতে দেশেরর বাইরে না যায়, সেজন্য আর দক্ষ জনবল ও প্রযুক্তি দেশে নিশ্চিত করা উচিত।
গরীব মানুষকে অর্থের জন্য যেন চিকিৎসা না পেয়ে ফিরে না যায় সেব্যবস্থা নিশ্চিতের দাবিও জানান তিনি। হাসপাতালসহ সেবাখাতে অতিমুনাফার জন্য যেন সেবার নাম নির্ধারণ না করা হয় সেদিকে লক্ষ্য রাখার আহবান জানান তিনি।
/এডব্লিউ
Leave a reply