দায়িত্ব পেয়েই বাংলাদেশকে নিয়ে নিজের পরিকল্পনা জানালেন ডোনাল্ড

|

ছবি: সংগৃহীত।

সদ্যই বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যালান ডোনাল্ড। আর দায়িত্ব পেয়ই দল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন হোয়াইট থান্ডার্ড কিংবা সাদা বিদ্যুৎ খ্যাত কিংবদন্তি এ প্রোটিয়া পেসার।

ডোনাল্ড বলেন, বাংলাদেশ দলের দায়িত্ব পাওয়ায় আজ আমার জন্য বিশেষ একটি দিন। দক্ষিণ আফ্রিকা সফরেই দলের সাথে যোগ দেবো এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকবো তাদের সাথে।

কাজ শুরুর আগে অবশ্য মোস্তাফিজ-তাসকিন-শরিফুলদের নিয়ে একটা ধারণা পেয়ে গেছেন আফগানিস্তান সিরিজে। দক্ষিণ আফ্রিকার মাটিতে সাফল্যের টোটকা দিতে মুখিয়ে তিনি।

বলেন, বাংলাদেশের বেশ কিছু ইয়াং ও ট্যালেন্ট পেইস বোলার রয়েছে। আফগানিস্তানের সাথে তারা বেশ ভালোই দাপট দেখিয়েছে। আশা করছি প্রথম ওয়ানডের আগেই দলের সাথে যোগ দিতে পারবো।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হলেও রাসেল ডোমিঙ্গোর অধিনেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মত পরাশক্তির বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয় সেই সাথে নিউজিল্যান্ডে টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সাথে কাজ করতে মুখিয়ে এই প্রোটিয়া দলকে এনে দিতে চান সাফল্য।

আরও পড়ুন: ক্রিকেটের ম্যারাডোনা; উচ্ছৃঙ্খল জীবনই কাল হলো ওয়ার্নের!

বলেন, ডোমিঙ্গোর সাথে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। দল নিয়ে সে বেশ ভালো কাজ করছে। আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করতে।

৫৫ বছর বয়সী এই বোলার আন্তর্জতিক ক্যারিয়ার শেষ করেছেন ২০০৩ সালে। নিজের ক্যারিয়ারে ৭২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলেছেন ডোনাল্ড। টেস্টে ডোনাল্ডের উইকেট ৩৩০টি। আর ওয়ানডেতে শিকার করেছেন ২৭২টি। ছিলেন আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বোলারও।

খেলা ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে খ্যাতি কুড়ালেও ক্যারিয়ার কোচিংয়েই গেড়েছেন ডোনাল্ড। কাজ করেছেন ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড জাতীয় দলের সঙ্গে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply