সাতক্ষীরা প্রতিনিধি:
বছরের প্রায় ৯ মাস পানিতে ডুবে থাকে সাতক্ষীরার তালা উপজেলার সমনডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। দীর্ঘ জলাবদ্ধতায় জরাজীর্ণ হয়ে পরিত্যক্ত হয়েছে ভবনটি। বাধ্য হয়ে বিদ্যালয় ছেড়ে অন্য স্কুলে ভর্তি হচ্ছে শিক্ষার্থীরা।
স্কুলের ভবন ব্যবহার উপযোগী না থাকায় গ্রামবাসীর সহযোগিতায় নির্মীত টিনের ঘরে কোনো রকমে চলছে ক্লাস। সংস্কারের অভাবে সেই টিনের চালেও ফুটো থাকায় বৃষ্টি এলেই পানি পড়ে। জরাজীর্ণ ভবন ও চলাচলে রাস্তা না থাকায় অনেক শির্ক্ষাথী পাশের গ্রামের স্কুলে ভর্তি হয়েছে বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানালেন, পরিদর্শন শেষে বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নতুন করে সেখানে একটি সাইক্লোন শেল্টার কাম স্কুল নির্মাণের প্রস্তাবনা দেয়া হবে।
এ নিয়ে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, এই স্কুলটির অবস্থা সত্যিই খুব দুঃখজনক। আমরা খোঁজ নিয়েছি। এর আগেও এলজিডি এসে সয়েল টেস্ট ও বিভিন্ন পরিমাপ করে গেছে। তবে সেগুলো পাঠানোর পর এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
এই শিক্ষা কর্মকর্তা আশ্বাস দিয়ে আরও বলেন, আমরা আবারও এ নিয়ে কর্তৃপক্ষকে জানাবো, যাতে এখানে টেকসই বিল্ডিং হয় এবং শিশুরা যাতে সুন্দর পরিবেশে পড়ালেখা করতে পারে।
উল্লেখ্য, ১৯৯৫ সালে ৪ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে সমনডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নির্মিত হয়েছিল। বিদ্যালটিতে বর্তমানে ৫১ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে। শিক্ষক শিক্ষিকা রয়েছেন ৫জন।
এসজেড/
Leave a reply