পুতিনকে হত্যার আহ্বান জানিয়েছেন মার্কিন জ্যেষ্ঠ সিনেটর

|

ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার আহ্বান জানিয়েছেন মার্কিন এক জ্যেষ্ঠ সিনেটর। টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে লিন্ডসে গ্রাহাম নামের ওই সিনেটর, রুশ নাগরিকদের প্রতি এই আহ্বান জানান।

বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ শেষ হবে কীভাবে? এজন্য রাশিয়ার কাউকেই এগিয়ে আসতে হবে আর ওই লোকটাকে (পুতিন) সরিয়ে দিতে হবে।

যদিও রিপাবলিকান এই সিনেটরের বক্তব্যের দায় নিতে নারাজ বাইডেন প্রশাসন। শুক্রবার (৪ মার্চ) এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, গ্রাহামের এমন বক্তব্যের সাথে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনও সম্পৃক্ততা নেই। এদিকে, মার্কিন সিনেটরের এমন মন্তব্যের তীব্র ক্ষোভ জানিয়েছে রাশিয়া।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply