দশম দিনে যুদ্ধ, কিয়েভ ঘিরে ফেলেছে রুশ সেনারা

|

প্রতিবেশী ইউক্রেনে টানা ১০ম দিনের মতো অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। রাজধানী কিয়েভের দখল নিতে আশপাশের শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে রাশিয়ান সেনারা। সামরিক স্থাপনাসহ গোলাবর্ষণ করা হচ্ছে আবাসিক এলাকাতেও। রাজধানী কিয়েভের খুব কাছে তিন দিকে অবস্থান নিয়েছে রুশ বাহিনী।

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলগুলোতে রুশ বাহিনীর নিয়ন্ত্রণ বাড়ছে। খেরসনের পর অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী বন্দর নগরী মারিওপোল দখলে নিতে চালানো হচ্ছে সবচেয়ে জোরালো অভিযান। এরই মধ্যে শহরটি অবরুদ্ধ করে ফেলেছে রুশ সেনারা।

বিবিসির মানচিত্র।

বিবিসির তথ্য অনুযায়ী, রাজধানী কিয়েভের খুব কাছে তিন দিকে অবস্থান নিয়েছে রুশ বাহিনী। সেখান থেকেই চালানো হচ্ছে একের পর এক হামলা। তবে নতুন করে হতাহতের তালিকা প্রকাশ করেনি জেলেনস্কি প্রশাসন।

ইউক্রেন প্রেসিডেন্টের দাবি, সব জায়গায় তুমুল প্রতিরোধ গড়ে তুলছেন তারা। এক ফেসবুক পোস্টে ভোলদেমির জেলেনস্কি মন্তব্য করেন, সংখ্যায় বেশি হলেও ততোটা শক্তিশালী নয় রুশ সেনারা। হতাহতের জন্য সামরিক জোট ন্যাটোর অসহযোগিতামূলক আচরণকে দায়ী করেন তিনি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply