প্রদ্যুৎ কুমার সরকার, মাদারীপুর
সরকারী চাকুরীতে প্রবেশে শতকরা ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে মাদারীপুরের চার উপজেলায় মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ। এ সময় তারা সরকারী চাকুরীরত স্বাধীনতা বিরোধীদের চিহিৃত করে বরখাস্তকরাসহ ৬ দফা দাবি উপস্থাপন করে জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করেছে।
জানা যায়, আজ বুধবার সকালে মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সরকারী চাকুরীতে প্রবেশে শতকরা ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছে। এছাড়া শিবচরে ৭১ চত্ত্বর, কালকিনি ও রাজৈরে উপজেলা পরিষদ চত্ত্বরে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে সরকারী চাকুরীরত জামাত-শিবির ও স্বাধীনতা বিরোধীদের চিহিৃত করে বরখাস্তকরা, কোটা সংস্কারের নামে হত্যার গুজব ছড়িয়ে দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের চিহিৃত করে শাস্তির ব্যবস্থা করা, যুদ্ধাপরাধীদের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা, ২০১৩ থেকে ২০১২৫ সাল পর্যন্ত অসংখ্য মানুষকে পোড়ানোসহ বিভিন্নভাবে হত্যাকারীদের স্পেশাল ট্রাইবুনাল গঠন করে শাস্তির ব্যবস্থা করা, জামাত-শিবির ও যুদ্ধাপরাধীদের সন্তানদের সরকারী চাকুরীতে নিয়োগ না দেওয়া, মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুন্নকারীদের বিরুদ্ধে হলোকাষ্ট বা জেনোসাইড ডিনায়েল এর আদলে আইন প্রনয়ন করে বিচারের ব্যবস্থা করাসহ ৬ দফা দাবীতে স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের নিকট তারা স্বারক লিপি প্রদান করেন।
Leave a reply