মামুলি টার্গেটের দিকে এগোচ্ছে আফগানিস্তান

|

বাংলাদেশের দেয়া ১১৬ রানের টার্গেটে এখন ব্যাট করছে আফগানিস্তান। দ্বিতীয় ওভারেই রাহমানুল্লাহ গুরবাজকে হারানোর আঘাত অনেকটা মুছে দিয়েছেন হযরতউল্লাহ জাজাই ও উসমান ঘানি। প্রতিবেদনটি লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ছিল ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৭ রান। জয়ের জন্য ৬৬ বলে ৫৭ রান করতে হবে আফগানদের।

এই ম্যাচ জিততে হলে রীতিমতো রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে, এমন সমীকরণ সামনে নিয়েই আফগানদের আটকাতে নামে বাংলাদেশ। এর আগে প্রথমে ব্যাট করে এত কম বোর্ডে তুলে কখনোই ম্যাচ জেতেনি টাইগাররা। অন্যদিকে, এত কম টার্গেটে কখনোই হারেনি আফগানিস্তান। তবে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। নাসুম আহমেদের করা প্রথম ওভারেই জাজাইকে সাজঘরে ফেরানোর সুযোগ নিজের হাতেই ফেলে দেন এই অর্থোডক্স স্পিনার। অবশ্য, গুরবাজকে শুরুতেই ফিরিয়ে দেন মাহেদি হাসান। সেই উইকেটের পর জাজাই ও উসমান ঘানির ব্যাটে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে আফগানরা।

এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করে মুশফিকুর রহিমের ৩০ এবং মাহমুদউল্লাহর ২১ রানে ভর করে বোলারদের জন্য মাত্র ১১৫ রানের পুঁজি দিতে সমর্থ হয় টাইগার ব্যাটাররা।

আরও পড়ুন: খুঁড়িয়ে খুঁড়িয়ে ১১৫ রান সংগ্রহ করলো বাংলাদেশ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply