হেলিকপ্টারের বাতাসের ধাক্কায় ইংল্যান্ডে বৃদ্ধার মৃত্যু

|

ছবি: সংগৃহীত

হেলিকপ্টার অবতরণের সময় বাতাসের ধাক্কায় ৮৭ বছর বয়সী এক বৃদ্ধা মৃত্যু বরণ করেছেন। ইংল্যান্ডের প্লাইমাউথের ডেরিফোর্ড হাসপাতালের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশ গত শুক্রবার (৪ মার্চ) ঘটে যাওয়া দুর্ঘটনাটি নিয়ে তদন্ত করছে। খবর বিবিসির।

জানা গেছে, হ্যালিপ্যাডে যখন অবতরণ করছিল ডেরিফোর্ড হাসপাতালের হেলিকপ্টার, তখন নিচের রাস্তার ফুটপাথ ধরে হাঁটছিলেন সেই বৃদ্ধা। তবে হেলিকপ্টারের রোটর ব্লেডের নিম্নগামী তীব্র বাতাসে ছুটে পড়ে যান সেই বৃদ্ধা। মাথায় আঘাত পান তিনি। তারপর ডেরিফোর্ড হাসপাতালেই তার মৃত্যু ঘটে।

ছবি: সংগৃহীত

এছাড়া ঘটনাটিতে সেখানে ৮০ বছরের আরও এক বৃদ্ধা আহত হয়েছেন। মেরুদণ্ডের নিম্নদেশের হাড় ভেঙেছেন তার। ডেরিফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানা গেছে।

ডিটেকটিভ ইন্সপেকটর হজেস বলেন, হাসপাতালের হ্যালিপ্যাডে অবতরণরত হেলিকপ্টারের ব্লেডের নিম্নমুখী তীব্র বাতাসে প্রাণ গেছে বৃদ্ধার। এটি অবশ্যই বেদনাদায়ক এক ঘটনা। সেখানে যা-ই ঘটে থাকুক না কেন, তার তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুন: এদেশের মানুষ কোনোকিছুকে ভয় করে না, ভাষণে আরও যা বললেন জেলেনস্কি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply