আবারও রক্তে লাল হলো সবুজ পাহাড়। বান্দরবানের রোয়াংছড়িতে জেএসএস ও মগবাহিনীর দু’পক্ষের গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলার পুলিশ সুপার জেরিন আক্তার।
জেরিন আক্তার জানান, শনিবার (৫ মার্চ) নয়াপাড়া এলাকা থেকে জেএসএস’র সশস্ত্র কমান্ডার ও চাঁদা আদায়কারী উনমং মরমাকে ধরে নিয়ে যায় মগবাহিনী। তানবনপাড়ার দিকে যাচ্ছিল তারা। পথে ফাইস্যাঝিড়ি নামক স্থানে তারা পৌঁছালে গুলি ছোড়ে জেএসএস সদস্যরা। চলে দু’পক্ষের গোলাগুলি। এতে চারজন নিহত হয়।
এ পুলিশ কর্মকর্তা আরও জানান, মরদেহগুলো ঘটনাস্থলে পড়ে আছে। উদ্ধারের জন্য সেখানে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারের জেরে সংঘাতের ঘটনা ঘটেছে।
/এমএন
Leave a reply