কিয়েভের পশ্চিম এবং উত্তর পশ্চিমে গোলাবর্ষণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে কিয়েভ মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ। ২টি মর্টার শহরটির একটি চেকপোস্টে আঘাত হেনেছে বলে জানিয়েছে তারা। এতে ৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। খবর সিএনএনের।
রোববার (৬ মার্চ) এক প্রতিবেদনে ইউক্রেনের প্রেসিডেন্ট দফতরের উপদেষ্টা লেকসি আরেস্টোউইচের বরাতে সিএনএন জানিয়েছে, শনিবার (৫ মার্চ) রাশিয়ান সেনারা কিয়েভ উপকণ্ঠের হোস্তমেল এবং বুচা দখল করেছে। রুশ সেনাদের অবস্থান এখন সেখানেই। ধারণা করা হচ্ছে, তারা খুব শীঘ্রই কিয়েভ দখলের অভিযান শুরু করবে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেনের দাবি, যুদ্ধে এ এখন পর্যন্ত দুই হাজারের বেশি বেসামরিক ইউক্রেনিয়ান নিহত হয়েছেন।
/এসএইচ
Leave a reply