মোদি-জেলেনস্কির ৩৫ মিনিটের ফোনালাপ

|

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনালাপে ইউক্রেনের সুমি শহরে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে নেয়ার জন্য জেলেনস্কির কাছে সহযোগিতা চেয়েছেন মোদি। প্রায় ৩৫ মিনিট ধরে দুই নেতার মধ্যে আলোচনা চলে।

ভারতের সংবাদ সংস্থা এএনআই দেশটির সরকারের সূত্রকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের পরিবর্তিত পরিস্থিতি নিয়েও এ দুই নেতার মধ্যে আলোচনা হয় এ সময়।

ফোনালাপে নরেন্দ্র মোদি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনারও প্রশংসা করেন। এছাড়া যুদ্ধক্ষেত্র থেকে ভারতীয়দের উদ্ধারে ইউক্রেনের প্রেসিডেন্ট যে সাহায্য করেছেন সেজন্য ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
এর আগে রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গেও নরেন্দ্র মোদির ফোনে কথা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply