কেমন ছিল সর্বকালের অন্যতন সেরা স্পিনার শেন ওয়ার্নের শেষ দিন, শেষ খাবার হিসেবে কী খেয়েছিলেন তিনি; মর্মোন্তুদ বর্ণনায় সেসব জানিয়েছেন দ্য স্পোর্টিং নিউজের সিইও টম হল। থাইল্যান্ডের কোহ সামুইতে যে ভিলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওয়ার্ন, সেখানেই ছিলেন স্পিন কিংবদন্তির দীর্ঘদিনের বন্ধু হল। যে তিনজন বন্ধুকে সাথে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন ওয়ার্ন, হল তাদেরই একজন।
দ্য স্পোর্টিং নিউজের কলামে টম হল লেখেন, শেনের সাথে বহু নামীদামি রেস্তোরাঁয় খেয়েছি। কিন্তু স্থানীয় থাই খাবারের বদলে আমরা এক প্লেট ভেজিমাইট অন টোস্টকেই বেছে নিলাম। শেন গ্রোগ্রাসে গিলতে থাকলো সেই খাবার। বললো, একটুখানি মাখন এর মধ্যে ছড়িয়ে দিলে খাবারটিকে পেছনে ফেলতে পারবে না কোনোকিছুই, তা তুমি দুনিয়ার যেখানেই যাও না কেন!
শেন ছিল আপাদমস্তক একজন অস্ট্রেলীয়। আর ভেজিমাইট অন টোস্টই হয়ে থাকলো তার শেষ খাবার, লিখেছেন টম হল।
শেন ওয়ার্নের মৃতদেহ রোববার কোহ সামুই দ্বীপ থেকে ফেরিতে করে ময়নাতদন্তের জন্য সুরাট থানি নামের মূল ভূখণ্ডের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত শেষ হলে ওয়ার্নের মরদেহ মেলবোর্নে নিয়ে আসার প্রস্তুতি শুরু হবে। ৫২ বছর বয়সী ওয়ার্নের মৃত্যুর পেছনে অস্বাভাবিক কোনো কারণ নেই বলেই ধারণা করা হচ্ছে।
কোহ সামুইতে চেতনাহীন অবস্থায় পাওয়ার পর ওয়ার্নকে তার বন্ধুরা সিপিআর দিয়ে বাঁচানোর জন্য যে মরিয়া চেষ্টা করেছিল, সে কথা বলেছেন আনুচ হান আইম নামের স্থানীয় একজন চিকিৎসক। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানকে আনুচ বলেন, ওয়ার্নকে বাঁচাতে তারা মরিয়াভাবে চেষ্টা করেছিল। একজন তো বোধহয় কাঁদছিলও। অবিশ্বাস আর আতঙ্ক ঘিরে রেখেছিল তাদের। শেনকে জাগিয়ে তুলতে অনেক সময় চেষ্টা করেছে তারা। আমিও আমার সর্বোচ্চ চেষ্টাটাই করেছি। কিন্তু হায়! পারিনি। তাছাড়া ঘরটিও ছিল পরিষ্কার। সেখানে পার্টি করার লক্ষণ দেখিনি।
শেন ওয়ার্নের ম্যানেজার জেমস আর্কসাইন বলেন, ‘অদ্ভুত’ এক ডায়েট করছিলেন ওয়ার্ন। ১৪ দিন কেবল তরল খাবারই খেয়েছেন তিনি। তার হার্টের সমস্যা নিয়ে আমি জানতাম না। পরে ওয়ার্নের সেক্রেটারি হেলেনের কাছ থেকে জেনেছি, বুকে ব্যথা অনুভূত হচ্ছিল তার। গত সপ্তাহে নাকি ঘামাচ্ছিলেন তিনি। তবে এসবই আমি পরে জেনেছি। জীবনের লম্বা একটা সময় ধূমপান করেছেন ওয়ার্ন। সেই সাথে অদ্ভুত ডায়েটটিও ছিল।
মৃত্যুর আগের দিনই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন শেন ওয়ার্ন। আবারও আগের শারীরিক অবস্থায় ফিরে আসা নিয়ে কাজ করছেন বলেও জানিয়েছিলেন সেখানে। আর্কসাইন জানান, তিন মাসের ছুটি কাটাতে গিয়ে মাত্র ৩য় দিনেই শেষ হয় শেন ওয়ার্নের বর্ণাঢ্য জীবন। তিনি আরও জানান, বন্ধুদের সাথে বিকেল সোয়া পাঁচটায় ড্রিঙ্ক করতে যাওয়ার পরিকল্পনা ছিল ওয়ার্নের। নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই ওয়ার্নকে ডাকতে তার কক্ষে চলে যান তার বন্ধু অ্যান্ড্রু নেউফিতো। তারপর তিনি অনুধাবন করতে পারেন যে, কিছু একটা স্বাভাবিক নেই। তিনি ওয়ার্নকে প্রায় মিনিট বিশেক ধরে সিপিআর দেন। এরপর অ্যাম্বুলেন্স চলে আসে।
কিন্তু কিছুতেই আর ফেরানো যায়নি ওয়ার্নকে। পুরো বিশ্বকে ফ্লাইট কিংবা ফ্লিপারে বিভ্রান্ত করে স্পিন কিংবদন্তি করেছেন অনন্ত যাত্রা। ভিক্টোরিয়ান কর্তৃপক্ষ রোববার নিশ্চিত করেছে যে, রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য সরকারের প্রস্তাব গ্রহণ করেছে ওয়ার্নের পরিবার। বন্ধু অ্যান্ড্রু বলেন, ক্রিকেট এবং আমাদের জাতির প্রতি যে অবদান রেখেছেন শেন ওয়ার্ন, তার প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি সুযোগ পেলো ভিক্টোরিয়ানবাসী।
আরও পড়ুন: ওয়ার্নের ঘরের মেঝে এবং তোয়ালেতে রক্তের দাগ ছিল: থাইল্যান্ড পুলিশ
এম ই/
Leave a reply