ভোজ্যতেলের সংকট নিয়ে মতবিরোধ পাইকার ও উৎপাদকদের

|

এফবিসিসিআই এর বৈঠক।

ভোজ্যতেলের মজুদ নিয়ে মুখোমুখি অবস্থানে উৎপাদক এবং পাইকাররা। রোজায় তেলের সংকট হবে না বলে মিল মালিকদের পক্ষ থেকে দাবি করা হলেও পাইকাররা বলছেন, বাজারে পর্যাপ্ত তেলের মজুদ নেই।

সোমবার (৭ মার্চ) সকালে ভোজ্যতেল নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে এফবিসিআইয়ের বৈঠকে এমন বিতর্ক তৈরি হয়। ভোজ্যতেলের দাম স্বাভাবিক রাখতে আগামী তিন মাসের জন্য শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠন।

সভায় মিল মালিকরা বলেন, ভোজ্যতেলের কোনো সংকট নেই, কোোন কারসাজি হচ্ছে না। বাড়তি লাভের আশায় পাইকাররা মজুদ করে বাজার অস্থিতিশীল করছে। অন্যদিকে পাইকাররা বলছেন, সব মিল থেকে ঠিকভাবে তেল সরবরাহ করা হচ্ছে না। এর ফলেই সংকট তৈরি হচ্ছে।

এনিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করলেই নেয়া হবে ব্যবস্থা। একই সাথে বাজার মনিটরিং এর জন্য সেল গঠনের আশ্বাস দেয়া হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply