স্টাফ রিপোর্টার, পটুয়াখালী:
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মালবাহী ট্রলি উল্টে নাজমুল হাসান আসাদ (২০) নামের ট্রলি চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাথে থাকা ফুফাতো ভাই বশির ও সহকর্মী রাসেল আহত হয়েছেন।
সোমবার (৭ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ চরবেস্টিন নতুন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। আসাদ পেশায় একজন ট্রলি চালক। তিনি চরবেস্টিন গ্রামের মো. নাসির হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওেয়ান জগলুল হাসান।
আহতদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, ট্রলি বোঝাই লাকড়ি নিয়ে চরবেস্টিন থেকে দক্ষিণ চরবেস্টিনের বেড়িবাঁধের ঢালে গিয়েছিল আসাদ। পরে সেখানে লাকড়ি রেখে খালি ট্রলি নিয়ে তার বাসার দিকে রওনা হয়েছিল। পথিমধ্যে বেড়িবাঁধের ওপরে জাকির হাওলাদারের মাছের গদির সামনে ট্রলিটি উল্টে যায়। এ সময় চালক আসাদ ট্রলির নীচে চাপা পড়ে যায়। এ দৃশ্য দেখে আশপাশের লোকজন ছুটে আসলে আসাদসহ অপর দুইজনকে উদ্ধার করলেও আসাদকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। এক পর্যায়ে বেস্টিন বাজারের একটি ফার্মেসিতে নিয়ে আহত বশির ও রাসেলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ওসি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আসাদের লাশ পোস্টমর্টেম ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
ইউএইচ/
Leave a reply