সারাবিশ্বেই নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনক হারে বেড়ে গেছে বলে মন্তব্য করছেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, এটা দূর করতে হবে। এটাই নারীর পিছিয়ে পড়ার বড় কারণ বলেও মনে করেন তিনি।
নারী দিবস উপলক্ষ্যে রাত ১২ টা ১ মিনিটে ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে মহিলা আওয়ামী লীগের মোমবাতি প্রজ্বলন শেষে তিনি এ কথা বলেন।
রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে নারীর ক্ষমতায়ন করেছে আওয়ামী লীগ সরকার এমন দাবি করেন দীপু মনি। তবে তিনি স্বীকার করেন, নারীর সঠিক ক্ষমতায়নে এখনও অনেক প্রতিবন্ধকতা রয়েছে। এসময় অপরাধ, মৌলবাদ ও নারীবিদ্বেষ প্রতিহত করারও আহ্বান জানান তিনি।
/এডব্লিউ
Leave a reply