রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যের আহ্বান

|

রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্য গড়তে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ২০ দলীয় জোটের নেতারা।

সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের আন্তঃসভা শেষে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় সরকার সফল নয়। সরকারের উচিত হবে জাতীয় ঐক্যের ভিত্তিতে সমস্যা সমাধানে তৎপর হওয়া।

এসময়, ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপির তিন শতাধিক নেতা-কর্মীকে গুম করেছে সরকার।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ চালের দাম ‘আকাশ ছোঁয়া’ উল্লেখ করে তিনি বলেন, অথচ এ ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply