ভারতে চলছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, বিজেপির সম্ভাবনা কেমন?

|

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা চলছে। চারটিতেই জয়ের সম্ভাবনা বিজেপির। বুথফেরত জরিপের বরাতে বিবিসি বলছে, উত্তর প্রদেশে বড় ব্যবধানে এগিয়ে থাকবে বিজেপি।

তবে এবার তারা আসন সংখ্যা কম পেতে পারে গতবারের তুলনায়। ১০ গণমাধ্যমের জরিপের পূর্বাভাস বিশ্লেষণে দেখা যায়, রাজ্যটির ৪০৩ আসনের মধ্যে ২৪০টির বেশি পেতে চলেছে গেরুয়া শিবির। সমাজবাদী পার্টির দখলে যেতে পারে ১৩০টির মতো আসন।

সাধারণত দেখা যায়, এ রাজ্যে সরকার গড়তে পারলে শক্ত ভিত্তি তৈরি হয় লোকসভা নির্বাচনের জন্য। মণিপুর ও গোয়াতেও এগিয়ে বিজেপি।

অন্যদিকে উত্তরাখণ্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস বিজেপি ও কংগ্রেসের মধ্যে। তবে পাঞ্জাবে এগিয়ে অরবিন্দ কেজরিওয়ালের আম-আদমি পার্টি। ১১৭ আসনের মধ্যে ৭৬ থেকে ৯০টি আসন পেতে পারে দলটি। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে আগামী ১০ মার্চ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply