‘সরকারের দুর্নীতিতে নিত্যপণ্যের দামে এখন ঊর্ধ্বগতি’

|

সরকারের দুর্নীতিতে নিত্যপণ্যের দামে এখন ঊর্ধ্বগতি। মানুষ দিশেহারা হয়ে গেলেও সরকার নির্বিকার বলে মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশ এ মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, দেশে দুর্ভিক্ষ চলছে। সিন্ডিকেট করে জনগণের পকেট কাটা হচ্ছে। সরকার অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। তাদের সরাতে আন্দোলনে বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে তাদের নির্বাচন দিতে বাধ্য করা হবে।

সমাবেশে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেন বিএনপি ও যুবদলের নেতারা। এর আগে যুবদলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। বন্ধ হয়ে যায় জাতীয় প্রেসক্লাবের সামনের দুই পাশের সড়ক। যানবাহন চলাচল বন্ধ থাকায় তৈরি হয় ভোগান্তি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply