খারকিভ অভিযানে নিহত রাশিয়ার শীর্ষ মেজর জেনারেল

|

ভিতালি গেরাসিমভ। ছবি: সংগৃহীত

ইউক্রেনের শহর খারকিভে অভিযান পরিচালনার সময় নিহত হলেন রাশিয়ার শীর্ষ মেজর জেনারেল ভিটালি গেরাসিমভ। দ্য গার্ডিয়ানে প্রকাশিত হয় এই খবর।

সোমবার (৭ মার্চ) ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা বিভাগ রুশ শীর্ষ জেনারেলের মৃত্যুর খবরটি জানায়। যদিও রাশিয়ার তরফ থেকে আসেনি দাবির পক্ষে সত্যতা।

৪১তম সেন্ট্রাল মিলিটারি আর্মির চিফ অব স্টাফ এবং প্রথম ডেপুটি কমান্ডার ছিলেন মেজর জেনারেল ভিটালি গেরাসিমভ। ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, দ্বিতীয় চেচেন যুদ্ধ এবং সিরিয়া অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন ভিটালি। এমনকি, ক্রাইমিয়া দখলের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কারণে তিনি পেয়েছিলেন বিশেষ সম্মাননা। গেল সপ্তাহেও, শীর্ষ এক কমান্ডারের মৃত্যুর খবর জানিয়েছিলেন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন: রুশ প্রেসিডেন্ট যদি ভীত না হন, তাহলে সামনাসামনি কথা বলুন: ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রী

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply