মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার তখোলপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রমজান হোসেন রাজু নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে সে মারা যায়।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ শুকদেব রায় জানান, শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমানের সাথে কালাম মাস্টারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় তখোলপুর দাখিল মাদরাসার কমিটি করাকে কেন্দ্র করে গত শনিবার রাতে তখোলপুর গ্রামের মকবুল মেম্বার ও সাবেক মেম্বার আব্দুর রউফের সমর্থকদের মাঝে মারামারি ঘটনা ঘটে। এ সময় মকবুল মেম্বারের সমর্থকরা আব্দুর রউফকে পিটিয়ে আহত করে।
রোববার দুপুরে আব্দুর রউফের সমর্থকরা ফারুক দাউদের নেতৃত্বে মকবুল মেম্বারের সমর্থকদের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে। সোমবার সন্ধ্যায় মকবুল মেম্বারের সমর্থক আকতার হোসেন জোয়ার্দার বাড়ির সামনের দোকানে বসেছিল। এ সময় আব্দুর রউফের সমর্থকরা আকতারের ওপর অতর্কিত হামলা করে। আকতার আত্মরক্ষার্থে দৌড়ে নিজ বাড়ির ভিতর প্রবেশ করলে হামলাকারীরা তার একমাত্র ছেলে রমজান হোসেন রাজুকে (২২) বাড়ির উঠানে কুপিয়ে আহত করে। স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাচিলাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে সেখানে সে মারা যায়।
নিহত রাজু ফরিদপুর রাজেন্দ্র কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিল। রাজুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ফারুক নামে একজনকে পুলিশ আটক করেছে।
ইউএইচ/
Leave a reply