মাতৃভূমি ছেড়ে যেসব দেশে বেশি যাচ্ছেন ইউক্রেনীয়রা

|

ছবি: সংগৃহীত।

টানা তেরো দিনের মতো ইউক্রেনে চলছে রুশ আগ্রাসন। যুদ্ধে এরইমধ্যে মারা গেছেন বহু বেসামরিক মানুষ। অনেকে আশ্রয় নিয়েছেন বাঙ্কারে। তবে উল্লেখযোগ্য একটি অংশ দেশ ছেড়ে পালাচ্ছেন।

যুদ্ধের ভয়াবহতা থেকে নিজেদের বাঁচাতে ২০ লাখের বেশি মানুষ এরইমধ্যে আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশগুলোতে। মঙ্গলবার (৮ মার্চ) জাতিসংঘের শরণার্থীবিষয়ক  সংস্থা ইউএনএইচসিআরের বরাত দিয়ে এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।

প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেন থেকে সবচেয়ে বেশি মানুষ যাচ্ছেন পোল্যান্ড। এখন পর্যন্ত দেশটিতে পাড়ি জমিয়েছেন ১২ লাখের ওপর ইউক্রেনের নাগরিক।

এছাড়া, হাঙ্গেরিতে গেছেন এক লাখ ৯০ হাজারের বেশি মানুষ। স্লোভাকিয়ায় আশ্রিত এক লাখ ৪০ হাজারের মতো ইউক্রেনের নাগরিক। চেক রিপাকলিকেও এসেছেন লাখের ওপর ইউক্রেনের নাগরিক। যারা বেশিরভাগই গাড়ি কিংবা ট্রেনে এসেছেন।

আরও পড়ুন: যেসব দেশ বন্ধু নয়, তাদের তালিকা প্রকাশ করলো রাশিয়া

ইউক্রেনের অপর প্রতিবেশী দেশ রোমানিয়ায় পাড়ি  জমিয়েছেন প্রায় দেড়  লাখ ইউক্রেনীয়। রোমানিয়া সরকারও জানিয়ে দিয়েছেন যাদের সাহায্য দরকার তাদের জন্য রোমানিয়ার সীমান্ত খোলা। মলদোভাতেও ৮০ হাজারের বেশি ইউক্রেনীয় আশ্রয় নিয়েছেন।

এছাড়া জার্মানিতে ৩০ হাজার, ফ্রান্সে আড়াই হাজার ও  আয়ার‍ল্যান্ডে ২ হাজার ২০০ ইউক্রেনীয় অবস্থান করছেন। এছাড়া যুক্তরাজ্যও প্রায় ৩০০ ইউক্রেনীয় শরণার্থীর ভিসা গ্রহণ করেছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply