রোনালদোর গোলে হার এড়াল রিয়াল

|

লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ মুহুর্তের গোলে ঘরের মাঠে হার এড়িয়েছে রিয়াল মাদ্রিদ। আটলেটিকো বিলবাও’র সাথে তারা ড্র করেছে ১-১ গোলে। আর ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে লিগের ২য় স্থান আরো পোক্ত হলো রেড ডেভিলদের জন্য। আর ফ্রেঞ্চ কাপের ফাইনাল নিশ্চিত করেছে প্যারিস সেইন্ট জার্মেই।

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার নিষ্পত্তি হয়ে গেছে গেলো সপ্তাহেই। এখন চলছে ক্লাবগুলোর চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের জায়গা পাকা করা রেলিগেশন এড়ানোর লড়াই। বোর্নমাউথ এখন নিজেদের রেলিগেশন এড়ানো নিশ্চিত করতে পারেনি। আর তাই ঘরের মাঠে এক পয়েন্টের জন্য হলেও লড়াই চালিয়ে যায় তারা।

তবে সে আশায় গুড়ে বালি রেড ডেভিলদের। ম্যাচের ২৮ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। ডিফেন্ডার ক্রিস স্মলিং এর গোলে ১-০ লিড নিয়ে বিরতিতে যায় রেড ডেভিলরা।

দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা ম্যাচে ফিরতে একাধিক আক্রমণ চালালেও ম্যানচেস্টারের রক্ষণে এসে খেই হারায়। উল্টো ৭০ মিনিটে লুকাকুর গোলে ম্যানচেস্টারের জয় নিশ্চিত হয়। এ জয়ে ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে হোসে মরিনিয়ো শিষ্যরা। ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে থাকলেও এখন রেলিগেশন সম্ভাবনা রয়েছে বোর্নমাউথের।

স্প্যানিশ লা লিগায় বার্নাব্যুতে ম্যাচের ১৪ মিনিটেই ইনাকি উইলিয়ামসের গোলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখতে থাকে আটলেতিকো বিলবাও।

এরপর পুরো ম্যাচ জুড়ে একাধিক আক্রমণ চালিয়েও গোলের দেখা পাচ্ছিল না গ্যালাক্টিকোরা। তবে ম্যাচ শেষ হওয়ার ৩ মিনিট আগে লুকা মড্রিচের শটে পা ছুঁইয়ে রিয়ালের হার এড়ান ক্রিশ্চিয়ানো রোনালদো। এ ম্যাচ ড্র করায় আর লিগ শিরোপার দৌড়ে আর থাকা হলো না রিয়াল মাদ্রিদের। ৬৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে টেবিলের ৩ নম্বরে।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে অবশ্য একছত্র আধিপত্য ছিলো পিএসজির। ম্যাচের ২৫ মিনিটে এমবাপের গোলে লিড নিলেও ৪৩ মিনিটে ডিওমান্ডের গোলে সমতা নিয়ে বিরতিতে যায় কাঁ।

তবে ম্যাচ শেষ হবার ৯ মিনিট আগে কাভানির পাসে এমবাপের গোলে আবারো এগিয়ে গেলে ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যায় তাদের। আর ম্যাচের অতিরিক্ত সময়ে এনকুনকু’র গোলে ৩-১ এর জয় নিয়ে ফাইনালে পা রাখে তারা।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply