ইউক্রেনে মানবিক সহায়তা পাঠাচ্ছে চীন। দেশটি ইউক্রেনে প্রায় আট লাখ ডলার মূল্যের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাঠাবে। আবার একই সাথে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞারও সমালোচনা করছে তারা।
বুধবার (৯ মার্চ) এরই মধ্যে প্রথম দফায় সাহায্য পাঠানো হয়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এসময় রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার সমালোচনা করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিঝিয়ান। তিনি বলেন, নিষেধাজ্ঞা দিয়ে এ সংঘাত থামানো যাবে না। এছাড়া রাশিয়ার সঙ্গে তেল ও গ্যাসসহ সবধরনের বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক রাখা হবে বলেও জানান তিনি।
চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, নিষেধাজ্ঞা কখনোই শান্তি ফেরাতে পারে না। বরং এটি সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতি ও মানুষের জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলে। রাশিয়ার সাথে চীন সবসময়ই সুসম্পর্ক বজায় রাখবে। দুই দেশের তেল ও গ্যাসসহ সবধরনের বাণিজ্য স্বাভাবিক থাকবে।
/এডব্লিউ
Leave a reply