ভারতে পাঁচ রাজ্যে নির্বাচন, চারটিতেই বিজেপির জয়

|

ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ৪টিতেই জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি। আর বিরোধী কংগ্রেসকে হারিয়ে পাঞ্জাবে জয় পেয়েছে আম আদমি পার্টি।

২০১৭ সালের নির্বাচনে গোয়া এবং পাঞ্জাবে জয়ী হলেও এবার কোনো রাজ্যেই ক্ষমতায় বসতে পারেনি কংগ্রেস। পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ৪০৩টি আসন উত্তর প্রদেশে। সেখানে বিজেপি জোট পেয়েছে ২৭৬ আসন। রাজ্যটিতে দ্বিতীয় অবস্থানে থাকা সমাজবাদী পার্টি পেয়েছে ১১৬ আসন। আর কংগ্রেসের ভাগ্যে জুটেছে মাত্র ৪টি।

এছাড়া পাঞ্জাবে ১১৭ আসনের মধ্যে ৮৯টিতে জয়ী হয়েছে আম আদমি পার্টি। এখানে দ্বিতীয় অবস্থানে কংগ্রেস পেয়েছে মাত্র ১৫ আসন। উত্তরাখণ্ডে ৭০ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৪৪টি। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেয়েছে ২২ আসন। মনিপুরে ৬০ আসনের মধ্যে ২৫টি এবং গোয়ায় ৪০টির মধ্যে ১৮ আসন পেয়ে এগিয়ে আছে বিজেপি। এই দুই রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে হবে মোদির দলকে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply