রেকর্ড গড়ে আবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ

|

উত্তরপ্রদেশে আবার বিপুল ভোটে জিততে চলেছেন যোগী আদিত্যনাথ, যাকে মূলত বলা হয় বুলডোজার বাবা। মূলত ভারতের পাঁচ রাজ্যের ৪টিতেই জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি। অবশ্য একটি আসনে বিরোধী কংগ্রেসকে হারিয়ে পাঞ্জাবে জয় পেয়েছে আম আদমি পার্টি। উত্তরপ্রদেশের ইতিহাসে পরপর দুইবার মুখ্যমন্ত্রী হওয়ার ঘটনা বিরল। এর আগে গোবিন্দবল্লভ পন্থ ও সম্পূর্ণানন্দর পর যোগী আদিত্যনাথ পরপর দুবার মুখ্যমন্ত্রিত্ব লাভ করলেন। ১৯৫০ থেকে ১৯৫৪ সালের মধ্যে পন্থ দুবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আর সম্পূর্ণানন্দ ১৯৫৪ থেকে ১৯৬০ মধ্যে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সে হিসেবে ৬২ বছর পর ঘটছে ইতিহাসের পুনরাবৃত্তি।

মূলত উত্তরপ্রদেশে বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে আসল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বিজেপির আসন গতবারের তুলনায় কিছুটা কমলেও যোগীকে খুব বেশি ভাবাতে পারেননি প্রতিদ্বন্দ্বী অখিলেশ যাদব। নির্বাচনের আগে প্রিয়াঙ্কা গান্ধী বেশ আলোচনায় থাকলেও নির্বাচনে একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন তিনি। একই অবস্থা অন্যান্য দলগুলোরও।

ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিজেপির প্রতিনিধি হিসেবে যোগী হিন্দুত্বকে ব্যবহার করেছেন। ধর্মীয় বিভাজনের চেষ্টা করেছেন। প্রচারণার সময় বারবার অযোধ্যায় রামমন্দির, মথুরায় কৃষ্ণজন্মভূমি ও কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর নিয়ে বক্তৃতা দিয়েছেন। নির্বাচনেও ফল দিয়েছে যোগীর বিভাজনের রাজনীতি। পঞ্চাশটির মতো আসন হারাতে হলেও সমাজবাদী পার্টির চেয়ে প্রায় দেড়শ আসনে এগিয়ে আছে তারা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply