কুড়িগ্রামের গৃহহীন অসহায় মানুষদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও লায়ন্স ক্লাব, মহাখালী ফ্রেন্ডস’র পরিচালক এম মিরাজ হোসেন। বুধবার (৯ মার্চ) জেলার তিস্তাপাড়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ১৭টি অভাবী পরিবারকে ঘর দেওয়া হয়েছে। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঘরপ্রদান অনুষ্ঠানে ব্যবসায়ী এ্মব মিরাজ হোসেন বলেন, দারিদ্রপীড়িত জেলা কুড়িগ্রাম ভাঙনপ্রবণ। নদী ভাঙনে প্রতিবছরই গড়ে ৫ হাজার পরিবার তাদের জমি হারায়। গত বছর তিস্তা নদী তীরবর্তী এলাকায় দেড় শতাধিক ঘরবাড়ি ও গাছপালা ভেসে গেছে। এতে মানবেতর দিন কাটছে নিঃস্ব পরিবারগুলোর। বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা। তাই গৃহহীন এই দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন তিনি। ৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৪টি ঘর। ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের জন্য কাজ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান লায়ন এম মিরাজ হোসেন।
সম্প্রতি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে তার বাসভবনে একান্ত বৈঠকে ২০০ দুস্থ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য একটি তহবিল গঠনের কথা জানান এই যুব সংগঠক। দেশে করোনা পরিস্থিতির উন্নতি, বেকার সমস্যা দূরীকরণেও সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। এম মিরাজ হোসেন দেশের স্বনামধন্য একটি শিল্প প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক। জাতিসংঘ ইয়ুথ ভিশনের ডেপুটি ডিরেক্টর এবং বান কি মুন সেন্টারের সাথেও যুক্ত তিনি।
Leave a reply