কেন বুলডোজার বাবা বলা হয় যোগী আদিত্যনাথকে?

|

উত্তরপ্রদেশের এবারের নির্বাচনী প্রচারে বুলডোজারের ব্যবহার হয়েছে প্রচুর। যার ফলে জনসমাগমও হয়েছে বেশ। সেই সব বুলডোজারের মাথায় লেখা থাকতো ‘বাবা বুলডোজার’। কিন্তু কে এই বুলডোজার বাবা? মূলত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেই বলা হয় বুলডোজার বাবা। এবারের নির্বাচনে যোগীর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অখিলেশ যাদব সভা-সমাবেশে প্রায়ই যোগীকে কটাক্ষ করতে এই শব্দগুচ্ছ ব্যবহার করেছেন। কিন্তু বুমেরাং করে এই নামকেই নিজের পরিচয় বানিয়ে নেন যোগী আদিত্যনাথ।

মহারাজগঞ্জ জেলায় এক জনসভায় মঞ্চে উঠে বুলডোজার প্রসঙ্গে যোগী বলেন, বুলডোজার হাইওয়ে বানায়, বন্যা প্রতিরোধ করে। আবার অবৈধ দখলদারিত্বও থেকেও মুক্ত করে। তাই বুলডোজার সুশাসনের প্রতীক। আর এরপর থেকে উত্তর প্রদেশের বিজেপি কর্মী-সমর্থকরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বুলডোজার বাবা বলে থাকেন। যোগীও আপত্তি করেননি এই নাম নিয়ে।

এরপর থেকে যোগীর নির্বাচনী প্রচারণার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে বুলডোজার। সুলতানপুরের এক সমাবেশে সারিবদ্ধভাবে বুলডোজার বসানো হয়। এই সমাবেশে ‘বাবা কা বুলডোজার’ নামের ব্যানারও সাটানো হয়। যোগীও ঘোষণা করেছেন, পরবর্তী সরকার গড়লেও বুলডোজার চলবে। এই বুলডোজার সুশাসনের প্রতীক।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply